ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে এফআইভিডিবির সুফল প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইউএনও রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী বলেন সভার উম্মুক্ত আলোচনায়, জনপ্রতিনিধি,শিক্ষক, উপকারভোগী সচেতন মহলের বক্তব্যে প্রমান মিলে গোয়াইনঘাটে সুফল প্রকল্প সফল হয়েছে। বন্যার পূর্ভাবাস ভিত্তিক সর্কতবার্তা, বিভিন্ন গ্রুপের মাধ্যমে দূর্যোগের আগাম বার্তা, উদ্ধার তৎপরতা এবং বন্যাপূর্বে হতদরিদ্রদের চিহ্নিত করে আর্থিক সহায়তা, আর সচেতনতা তৈরীতে প্রশংসা কুড়িয়েছে।তাদের বিভিন্ন প্রশিক্ষনের কৌশল ধরে রেখে দূর্যোগের সময় কাজ করতে হবে। আশা করি সুফল প্রকল্প আগামীতে গোয়াইনঘাটবাসির সফলতায় আরও বড় পরিসরে কাজ করবে।
বিগত ২২ মাস সময়ে কাজ করে সুফল প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হলো ২৩ জুন২০২৫।এফআইভিডিবির আয়োজনে কনসার্ন ওয়াল্ডওয়াইডের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও। দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ফোকালপারসন দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্প উপস্হাপনা করেন পি এম ডাঃ ফারহানা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান,কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনী, উপস্হিত ছিলেন উপসহকারী জনস্বাস্হ্য প্রকৌশলী ইউনুছ আলী,মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, পিআইও বাঁধন কান্তি,চেয়ারম্যান শাহাবুদ্দিন, প্রকল্পএলাকা লেঙ্গুড়া, রুস্তমপুর ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ,এলাকার শিক্ষক,গন্যমান্যব্যক্তিবর্গ,সাংবাদিক স্বেচ্ছাসেবক ও সুফল প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা উপস্হিত ছিলেন।পরে অতিথিরা লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউপি দুর্যোগ কমিটির জন্য সুফল প্রকল্পের দেয়া হেন্ড মাইকও লাইফ জ্যাকেট প্রদান করেন।