মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

ইরান কার সাথে যুদ্ধ করলো, কে পরাজিত হলো?

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪২ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ইরান সমর্থিত দেশগুলো মিছিল করছে পথে পথে! বিজয় উল্লাস করছে অনেক দেশের জনগন যেদেশের সরকার ইসরায়েল সমর্থক! ইরান সরকার আগের থেকে দ্বিগুণ জনসমর্থন পেয়েছে ক্ষমতায় থাকার! ভেস্তে গেছে ইসরায়েল মার্কিন পলিসি হয় ইরান ধূলিসাৎ না হয় বাংলাদেশের মত সরকার পরিবর্তন করে মার্কিন অনুগত্য সরকার বানানো!
আশির দশকে কমপক্ষে ৫৩ টা দেশের সরকার হয় হত্যা না হয় দেশ ছাড়া করে তাদের অনুগত্য সরকার বসিয়েছে আমেরিকা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে-ও বেশী লোক হত্যা হয়েছে এসব অভ্যুত্থানে! আমেরিকা তার প্রভুত্ব বজায় রেখেছে! যাদের ঘাড় সোজা করতে পারে নাই সে সব জাতীয়তাবাদী গনতান্ত্রিক সরকার কে মিথ্যা অপবাদ দিয়ে হয় সামরিক ক্যূ না হয় নিজেই মাঠে নেমেছে!
যেমন কোরিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া ইত্যাদি! আফগান কোরিয়া কম্বোডিয়া ভিয়েতনাম থেকে শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছে! মার্কিন সবশেষ বিজয় “বাংলাদেশ!”

প্রিয় পাঠক, আমার বিষয় ইরানের ভবিষ্যৎ ও কার সাথে যুদ্ধ করে আপাতত জয়লাভ করলো!
আপাতত মনে হয় ইসরায়েলের সাথে জয়লাভ করেছে! খামাকা মাথামোটা অরাজনৈতিক বুদ্ধি তে আমেরিকা হলুদ মাখালো যার কোন দরকার ছিলো না!
সারাবিশ্ব স্তম্ভিত, আমি স্বয়ং! চল্লিশ বছর নিষেধাজ্ঞায় থাকা ইরান কি ভাবে এত বিজ্ঞানে উন্নতি করেছে! আমারও মুসলমান, আমাদের মোল্লা রা তো বলে বিজ্ঞান পড়াশোনা ই হারাম! কারিয়া না পাশ করো, বা কুরআন মুখস্থ করো মসজিদে ইমামতি লাশ জানাজা আর পথে ঘাটে ওয়াজ নসিহত করো, দান বাক্স খুলে দাও, রাতে বিবি নিয়ে ঘুমাও, পরো পারে তাদের অগ্রাধিকার এবং ৭০ হুর পাওয়া নোবেল বিজয় ওপারে!

পাঠক, ইরান যুদ্ধ করেছে ইসরায়েল আমেরিকা ইউরোপীয় দেশগুলো এবং মুসলিম বিশ্বের সাথে!
ইসরায়েল বিমান ইরানের প্রায় এক সহস্র মানুষ বিমান F — 16 হামলায় হত্যা করেছে “জর্ডান” আকাশ সীমা দিয়ে উড়ে এসে! ২. আমেরিকার B – 2 Sprit Bomber যা ২০০ ফিট গভীরে আঘাত হানতে পারে, আমেরিকার মিজৌরি অঙ্গরাজ্য থেকে প্রায় সাড়ে ১০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে তেহরানে পৌঁছোতে পাকিস্তান সহ বেশ কয়েকটা মুসলিম দেশের আকাশ সীমা ব্যবহার করেছে, কেউ ইরানের পক্ষে তা বন্ধ করে নাই! পাকিস্তান আজীবন বেঈমান, মুখে বলেছে পরমাণু বোমা দিয়ে সাহায্য করবো প্রয়োজনে কিন্তু বাস্তবে আকাশ সীমা খুলে দিয়ে সাহায্য করেছে!
৩. বিমানটা দুটো রিফু অয়েলিং ট্যাঙ্কার বিমান সাথে নিয়ে এসেছে, রিফুয়েলিং সম্পন্ন করেছে আর একটা মুসলিম দেশের আকাশে, সে দেশ ও তা আটকাতে চেষ্টা করে নাই! বোম্বিং করে নির্বিঘ্নে ফিরে গেছে মার্কিন বোম্বারু, সেই সব দেশের আকাশ সীমা দিয়ে।
৪. ইরান যখন কাতার মার্কিন ঘাটিতে আক্রমণ করেছে তখন আরবীয় সব দেশ নিন্দা জানিয়েছে কিন্তু ইরানে মার্কিন হামলায় সাহায্য করেছে, নিন্দা জানায় নাই।

প্রিয় পাঠক, বিশ্বে ২০০ কোটি মুসলমান, ৫৭ টা মুসলিম দেশ গর্ব করবেন না, “মুসলমান আছে ইসলাম নাই!”
ইরানে যখন মার্কিন F — 16 দিয়ে একহাজারের উপরে মুসলমান হত্যা করছে তখন “আপনার আরবীয় মুসলমান দেশে উদাম নৃত্যের কনসার্ট চলছে!” ইরান যখন ২০০০ মাইল দূরত্বের ইসরায়েল কে হাইপার সনিক মিশাইল ছুড়ছে তখন তাকে কয়েক জায়গায় আকাশ প্রতিরক্ষা বাধার সম্মুখীন হয়ে ইসরায়েল পৌছাতে হয়েছে! সে সব দেশ কোন বিজাতীয় দেশ না আপনার লেবাসধারী মুসলিম রাস্ট্র!

আমেরিকা পথ পাল্টিয়েছে, বাংলাদেশ দখল করতে ৫৪ বছর অপেক্ষা করেছে, ইরানকে ও সুযোগমতো আঘাত করবে! হয়তো প্রয়োজন হবে বাংলাদেশের মত ২৯ মিলিয়ন ডলার বা তার দ্বিগুণ! সারা বিশ্বের পার্লামেন্টে তথা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের শহরের বিক্ষোভে ট্রাম্পের গদি উল্টে যাওয়ার উপক্রম, তাই তাড়াতাড়ি যুদ্ধ বিরতি নিজেই করার আহ্বান, এমনি লেবাননের হিজবুল্লার হাতে ইসরায়েলের গানশিপ ধ্বংস হওয়ার পর কাগুজে বাঘ জাতিসংঘ যুদ্ধ বিরতি করায় দিয়েছিলো। বেঈমান কে বিশ্বাস নাই! মনে রাখবেন, মুসলিম দেশগুলো পদলেহন বেশী পছন্দ করে ইরানের মাথা উচু করা তাদের পছন্দ নয়! একথা ও মনে রাখবেন ইরানের চারিদিকে যত মুসলিম দেশ আছে সেখানে মার্কিন সেনা ঘাটি আছে! মোট ৫০ হাজারের উপরে মার্কিন সৈন্য ও ৩৫ টা মার্কিন ঘাটি আছে ইরানকে বেষ্টনী দিয়ে!
সব মুসলিম জ্বালানি তেল সমৃদ্ধ দেশ আমেরিকার কাছে তেল বিক্রি করে এবং সবার পেট্রেডলার চুক্তি আছে! মিশর ও সংযুক্ত আরব-আমিরাতের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি আছে! যে-সব তথ্য আমেরিকা অত দূরে বসে সেটালাইট নেটওয়ার্কে পায় না তা মিশর আমীরাত পেয়ে যায় এবং ইসরায়েল আমেরিকা পৌঁছে যায়!

গ্রামের অশিক্ষিত লোকদের একটা প্রচলিত বাক্য আছে, “আরে আমি যদি না থাকতাম তোদের তো ঘরের থেকে বউ ধরে নিয়ে যেতো!” পাঠক – চীন রাশিয়া আর ‘একমাত্র মুসলিম দেশ ইরান’ না থাকলে গ্রামের প্রবাদ খেটে যেতে হয়তো!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102