কলমেঃ হাজেরা আক্তার
ওগো স্বদেশ তুমি এত রূপবতী কেন?
তোমার রূপে আকুল হয়েছি আমি যেন
আলো দিয়ে ছায়া দিয়ে ঘিরে রেখেছো আমায়
ওগো স্বদেশ আমার এই মন ভুলবে কি করে তোমায়।
তোমার কোলে বড় হয়েছি স্নেহময়ী মা
তুমি ছাড়া মমতাময়ী অন্য কেহ না,
আমার কাছে এত প্রিয় কি করে তুমি শুনি?
সবার কাছে তাইতো তুমি এত বড় গুনী
সারাদেশে কেন তুমি এমন নাম করা
তোমার রূপে দিশেহারা হয় জ্ঞানী গুনী যারা।
নীল আকাশে পাখিগুলো ডানা মেলে যায়
আমার এই মন সারাক্ষণ
তোমার ছবি আঁকায়,
তোমার বুকে আগলে রেখো আমায় সারা জীবন
তোমার কোলে হয় যেন গো আমারি মরণ।