রচনা ও উপস্থাপনায়: নূপুর রায়
সোনালী সূর্যের হাসিতে জাগে পৃথিবী,
মহাদেবের বাণী শোনায় রথের সুর।
গগনে ভেসে যায় পূজার গম্ভীর গীতি,
চৈত্রের বায়ু গায় রথের মধুর মৃদুতি।
গুরুজনের পায়ে পড়ে অঞ্জলি পূজা,
ভক্তির দীপ জ্বলে হৃদয়ে ঝলমল আলো।
রথের গাড়িতে মধুর হাসির ধারা,
প্রেমের বাণী ছড়ায় প্রাণের সারা ধারা।
শুভ্র ধূপের গন্ধে ভেসে যায় বেলা,
মনেও বাজে রথের মঙ্গলময় মেলা।
রথের ঢেউয় বাঁধা সবার মন,
শুভ্র রথে এসে হয় মিলন।
এসো সবাই, করুণার আলো ছড়াও,
রথের পথে ভালোবাসা গড়াও।
ঈশ্বরের পথে হেঁটে যাক জীবন,
রথযাত্রার দিনে আনন্দে ভাসুক মন।
রথযাত্রার কবিতা
সোনালী সূর্যের হাসিতে জাগে পৃথিবী,
মহাদেবের বাণী শোনায় রথের সুর।
গগনে ভেসে যায় পূজার গম্ভীর গীতি,
চৈত্রের বায়ু গায় রথের মধুর মৃদুতি।
গুরুজনের পায়ে পড়ে অঞ্জলি পূজা,
ভক্তির দীপ জ্বলে হৃদয়ে ঝলমল আলো।
রথের গাড়িতে মধুর হাসির ধারা,
প্রেমের বাণী ছড়ায় প্রাণের সারা ধারা।
শুভ্র ধূপের গন্ধে ভেসে যায় বেলা,
মনেও বাজে রথের মঙ্গলময় মেলা।
রথের ঢেউয় বাঁধা সবার মন,
শুভ্র রথে এসে হয় মিলন।
এসো সবাই, করুণার আলো ছড়াও,
রথের পথে ভালোবাসা গড়াও।
ঈশ্বরের পথে হেঁটে যাক জীবন,
রথযাত্রার দিনে আনন্দে ভাসুক মন।