প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৭:২৫ পি.এম
আমাদের কথা সাহিত্য পরিষদের আয়োজেন শিশুদের সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
আমাদের কথা সাহিত্য পরিষদের উদ্যোগে শিশুদের সাহিত্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ জুন বিকেল ৫ টায় নিরালা মোড়স্থ বীরমুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বদিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিকার স্মৃতি রেখা বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাঈদা পারভীন।
সাহিত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবি জাহানারা আক্তারী, প্রভাষক ফিরোজ মোল্লা, শিক্ষক মোঃ শাহ আলম। সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান মিলনের সঞ্চালনায় আসরে কবিতা আবৃত্তি করেন বদিউল আলম চৌধুরী, স্মৃতি রেখা বিশ্বাস, সাজেদা ইসলাম, ইব্রাহীম মনির, মেহবুব মল্লিক, মোঃ নুরুজ্জামান আকুঞ্জী, মোঃ রহমত আলী, সাব্বির হাসান অনিক, প্রণব সরকার, গোলাম রহমান সুজন।
সংগীত পরিবেশন করেন সাঈদা পারভীন, অনুষ্ঠানে সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com