প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৭:২৯ এ.এম
কবিতাঃ কবর
মোঃ লিটন হাসান জয়
কবর নামে ছোট্ট ঘরে
হলো আমার ঠিকানা,
কেহ বুঝেনা, কেহ জানে না
পরে রইলো আমার দেহখানা।
হায়রে নিষ্ঠুর দুনিয়া
কিসের এতো অহংকার,
মিসে যাবে মাটির সাথে
সব কিছু হবে একাকার।
ভাবিনি এমন হবে
দু'চোখ মুজলেই অন্ধকার,
সার্থের এই দুনিয়ায়
আমি বড়ই একা একার।
কবর নামে ছোট্ট ঘরে
রাখবে আমায় অনেক যতনে,
সাদা কাপড়ে সাজিয়ে আমায়
আতর গোলাপ সুগন্ধি মেখে।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com