বন্ধু মানে শুধু হাসি-তামাশা না,
বন্ধু মানে নিরবতায় পাশে দাঁড়ানো।
সবাই যখন দূরে সরে যায়,
বন্ধুই তখন বুক চিতিয়ে বলে - "আমি আছি রে!"
বন্ধু মানে ছোট ছোট স্মৃতি জমিয়ে রাখা,
একটা চায়ের কাপেও হাজার গল্প খুঁজে পাওয়া।
বন্ধু মানে কোনো হিসাব ছাড়া ভালোবাসা,
ঝগড়ার পরও না- চাইতে মাফ করে ফেলা।
বন্ধু দূরে থাকলেও মনে খুব কাছে,
ভালো- মন্দ সবকিছু ভাগীদার সে।
বন্ধু মানে জীবনের ছায়া,
যে হারিয়ে গেলে বুঝি - আমার অর্ধেক হারিয়ে গেছে।