কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি এসো শাওনের এই বৃষ্টি ঝরা রাতে
একপশলা বৃষ্টির মত রাতের সাথী হতে!
জেগে নিশি থাকবো বসি, তোমার অপেক্ষায়
আসবেতো, দিও না ফাঁকি সারা রাত জাগায়!
ভিজে এসো ভয় পেয়ো না, আঁচলে মোছাব মাথা
দারুন ওমে রাখবো তোমায়, আছে ঘরে নকশিকাঁথা,
স্যান্ডেল হাতে এসো তুমি, কাদা পানি ভেঙে
চরণ তোমার ধুয়ে মুছে মাতবো দু’জন, খুনসুটি আর রঙে!
আঁচলে মোছাব তোমার, তনু বপু পিঠ
দুষ্ট লোচনে চেয়ো না তখন, মোর পানে মিট মিট!
একলা রাতের বিরহ ব্যথা দিও আমায় মুছে
শত অভিযোগ যত অনুযোগ তুলবে তত, সহ্য না যায় ঘুচে!
বাদল ধারায় ভিজেছে বিহগ, পাশের গাছে উদাম ডালে
বাঁচাতে ছানা, ঝাপটায় ডানা, রিমিঝিম বৃষ্টির তালে!
সবাই যখন মগ্ন ঘুমে ইচ্ছে হলে উষ্ণতা দাও
বাচ্চা টাকে লেপটে বুকে জীবনটা তো কাটালাম ফাও !
নিদ্রা যাবো লোমশ উরে, জ্বালাবো না আর আগের মত
মিথ্যে আমার সিঁথের সিঁদুর, কপট প্রতিশ্রুতি দিলে শত!
এক ঘাটে তে না-ও ভিড়ানো, স্বভাব তোমার ছিলো না কভু
নিত্যনতুন ঘাট খোঁজা, স্বভাবটা তোমার গেলোনা তবু !