সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা ছাত্রদলের নির্দেশে মধ্যনগর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সার্বিক সহযোগিতায় মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ কারী তিনশত এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ১টি ফাইল,২টি কলম ও ১টি পেন্সিল বিতরণ করা হয়।
আজ ২৯শে জুন রবিবার সকাল ৯ টার সময় পরীক্ষায় অংশগ্রহণ কারী পরীক্ষার্থী প্রত্যেক কে ১টি ফাইল ,২টি কলম,১টি পেন্সিল উপহার হিসেবে দিয়ে লেখাপড়ার উৎসাহ উদ্দীপনা বাড়ানোর উদ্দেশ্য এ উদ্যোগ নিয়েছে মধ্যনগর কলেজ শাখা ছাত্রদল। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান,কলেজশাখা ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার ,সাধারণ সম্পাদক জিহাদ মিয়া,
চামরদানী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত সানী ,কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রৌদ্র,কলেজ ছাত্রদল নেতা সাগর,শ্রাবণ,জুনায়েদ,মিঠু,বাবর,আসিফ,সজিব, নজির প্রমুখ।