সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রতিবাদ জানিয়েছেন তিনি। রোববার দুপুরে প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানান, তিনি বলেন শনিবার বিকেলে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সুনামগঞ্জ-১ (২২৪) আসনের ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর তাহিরপুর উপজেলার ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জামালগঞ্জের কৃতি সন্তান,
সাবেক-সহ সাংগঠনিক (সিলেট বিভাগ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক-যুগ্ন আহ্বায়ক সুনামগঞ্জ জেলা ছাত্রদল, সাবেক সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক জামালগঞ্জ উপজেলা ছাত্রদল, সাবেক সহ-সভাপতি ছাত্রদল জামালগঞ্জ ডিগ্রী কলেজ শাখা, মাটি ও মানুষের নেতা, দুর্নীতিমুক্ত,স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ ব্যাক্তি, সততা ও আদর্শের প্রতিফলন ঘটিয়ে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জনগণের আস্থা ও ভালোবাসা, ভালো লাগার প্রতিচ্ছবি, তরুণ প্রজন্মের আইকন, ক্লীন ইমেজের প্রতীক, সময় উপযোগী ও সর্বোত্তম প্রতিনিধি, জননেতা, মাহবুবুর রহমান সরকার। সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন সহ তৃণমূল ওয়ার্ডে গিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ায়। তারেই পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত করছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্লিন ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র চলছে, আমি ইজারায় অংশগ্রহণ করি নাই এবং সিডিউল জমা দেই নাই। তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী যত নেতা আছেন, আমি সর্বকনিষ্ঠ। হয়তো তারা আমার চেয়েও যোগ্য। তবে তাদের মতো আমার ও চাওয়ার অধিকার আছে। আমিও পার্টির কাছে মনোনয়ন চাইবো। যদি পার্টি আমাকে মনোনয়ন দেয় আমি ধানের শীষের ইলেকশন করব। আর যদি না দেয়, তাহলে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, আমি উনার পক্ষে ইলেকশন করবো।
তাই কে বা কাহারা ফেইক আইডি ব্যবহার করে, আমাদের ভাই নজির মোড়লের সাথে এমন 'কূট মন মানসিকতা ও রুচিহীন নিন্দনীয় কাজ করেছেন। এর তিব্র নিন্দা জানাচ্ছি।