কলম: হাফিজুল ইসলাম
পিতা হলো পাহাড় সম
ছায়া দেয় যে মাথায়,
মা তো সাগর ভালোবাসায়
যেন হৃদয় বাধায়।
তাদের হাতে গড়া জীবন
ভালোবাসার বুনন,
একটি হাসি একটি স্পর্শ
ভরে উঠে মন।
ছোট্ট ভুলে রাগ করে না
ক্ষমা করে বারবার,
পিতামাতা ভালোবেসে
করে হৃদয় প্রসার।
পিতা- মাতা বটবৃক্ষের মতো
ছায়া দেয়,
তাদের মুখে হাসি ফোটাও
এটাই নেক কাজ হয়।
থাকিতে পিতা মাতা
করিও যতন,
হারায়িলে বুঝিবে সেদিন
হারিয়েছো রতন।