বিরল পাখি
সভ্য তুমি, শান্ত তুমি
ওগো বিরল পাখি
মনটা তোমার অনেক ভালো
গোল দুটি আঁখি।
ছোটকাল থেকে ওগো
আছে তোমার শিক্ষা,
অবহেলা করো না কাউকে
দাওনা গো দীক্ষা।
ছোটদের স্নেহ করো, করো সবাইকে মায়া
তোমাকে আমি ঘিরে রাখি
দিয়ে আমার ছায়া।
ছোটকালে বিষ খেয়ে কাঁদিয়েছো আমায়
সারাক্ষণ জড়িয়ে ধরে
আদর করি তোমায়।
তুমি আমার খুব আদরের
বড় বিরল পাখি,
তাইতো আমি তোমার দিকে
কড়া নজর রাখি।
চিরল চিকু
চিরল, চিকু দুই ভাই
সারাক্ষণ করে লড়ায়।
চিরল বলে আমি ভালো
চিকু বলল আমি ভালো
সব শুনে মালিক এলো,
মালিক বলল আমি ভালো
তুমুল ঝগড়া শুরু হলো।
ঝগড়া ভাঙতে বিরল এলো
বিরল বলল চিরল ভালো
চিকু বলল পক্ষ নিলো।
ঝগড়া আরো বাড়তে লাগলো
মালিক বলল সবাই থামো!
বিরল তুমি আগে নামো
মালিক তখন বিচার করলো
বিরল পাখি অনেক ভালো।