কলমে: প্রভাষক জাহিদ হাসান
বন্ধু, আমায় ক্ষমা করো,
অনুরোধ জানাই, মার্জনা করো।
তুমি এসেছিলে কাল্পনিক কবির স্বপ্নে,
যে কবি স্বপ্নের মর্ম বুঝে না!
তুমি চেয়েছিলে হৃদয়হীন কবির আপন হতে,
যে কবি ভালোবাসার মূল্য বুঝে না!
তুমি এসেছিলে মুক্তির বার্তা নিয়ে নির্বোধ কবির কছে,
যে কবি পরাধীনতার মাঝেই স্বাধীনতার প্রশান্তি খুঁজে!
তুমি এসেছিলে সুখ হয়ে নির্বোধ কবির কাছে,
যে কবি দুঃখকেই সুখ ভাবে!
তাই, হে বন্ধু ...
তুমি আমায় ক্ষমা করো।
কবি: জগন্নাথপুর, সুনামগঞ্জ।
ইমেইল: lecturerjahidhasan@yahoo.com