প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৬:৫৪ এ.এম
কবিতাঃ সবুজের গান
কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমি সবুজের মাঝে বাচি,
দিগন্ত জোড়া ঘাসে আমার শ্বাস,
পাতার ফাঁকে রোদ ঝরে শুভ্র
তাতেই জেগে ওঠে বিশ্বাস।
সবুজে বুনি আমি সুর,
বটের ছায়ায় স্বপ্নপুর,
তরুলতায় ভোরের কুয়াশা,
বিষাদের মাঝে বাঁধে আশা।
পৃথিবী হউক সবুজময়,
ঝরে পড়ুক কৃত্রিম ভয়,
ধুলো ধোঁয়া ভাসুক দূরে
সবুজ থাকুক সঙ্গী সুরে।
আমি বৃষ্টি, আমি অরণ্য,
আমার হৃদয় মাটির গন্ধ,
আমি গাই সবুজের কথা
জীবন হোক প্রার্থনার বৃন্দ।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com