শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

নিয়ামতপুরে বজ্রপাতের কবল থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

মাস খানিক থেকেই থেমে থেমে বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ অতি বৃষ্টি ও বজ্রপাতে বিভিন্ন এলাকায় নিহত ও আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে ছাত্র-ছাত্রী, কৃষক, পথচারীদের সুরক্ষায় রাখতে ৪(আগস্ট) সোমবার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থিতিতে আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণ কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, বজ্রপাতের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তাই সবার আগে আমাদের সচেতন হতে হবে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। ঘন-কালো মেঘ দেখলে বাহিরে বেড় হওয়া যাবেনা, বের হলেও রাবারের স্যান্ডেল জুতা ব্যবহার করতে হবে, বজ্রপাতের সময় বড় গাছ বৈদ্যুতিক খুঁটি টাওয়ারের নিচে আশ্রয় নেওয়া যাবে না, দ্রুত পাকা ছাওনি ঘরে আশ্রয় নিতে হবে। তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রপাতে সময় তাল গাছ আমাদের রক্ষা করে তাই আমাদের বেশি বেশি তালের চারা রোপণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102