শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৯ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়ক ও দোষীদের অবিলম্বে গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে তারা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান, যার ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনাকে ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও প্রশাসন এখনো ঘাতক বাসচালককে আটক করতে পারেনি।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের বোন এখন কবরে, অথচ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা নিজেরা ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন চেক করতে শুরু করেন। শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, “আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম, যেন তারা ফিটনেসবিহীন পরিবহন আটক করে ব্যবস্থা নেয়। কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখেছে। বাধ্য হয়ে আমরা নিজেরা ১০টি বাসের কাগজপত্র চেক করি, কিন্তু একটি বাসেরও কাগজ ঠিক ছিল না।”

পরে এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ও পুলিশ প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে প্রতিবাদের অংশ হিসেবে তারা মানববন্ধন চালিয়ে যান এবং ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন প্রশাসনকে।

শিক্ষার্থীরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, পরবর্তী আন্দোলন হবে আরও কঠোর।

অপর দিকে সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক।

মানববন্ধনে বক্তব্য দেন এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা প্রমুখ।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় সেই শ্লোগানকে সামনে রেখে যানবাহনের গতি কমানো, চালকদের প্রমিক্ষণ ও ট্রাফিক আইন কঠোর ভাবে প্রয়োগ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ সুনামগঞ্জ জেলা কমিটি।।

সংগঠনের সহ সভাপতি মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা মোঃ মনসুর আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাইদুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, দূর্ঘটনায় মৃত্যুবরণকারী আফসানা জাহান খুশির মামা সাইফুল আলম সদরুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুব রহমান পীর, দূর্ঘটনায় মৃত্যুবরনকারী স্নেহার ভাই রাজ চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান সজিব, হাওর ও নদী রক্ষা আন্দোলনের জামালগঞ্জ সভাপতি রেজাউল করিম কাপ্তান, জেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মুজাহিদুর ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, কর্নবাবু দাশ, জেলা যুব জমিয়তের সভাপতি ত্বাহা হোসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি জসিম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ সুহেল আলম, আবু সুফিয়ান টিপু, শেখ সাব্বির, ফজলে রাব্বি খান, সামিনা চৌধুরী, সেলিনা, সাজ্জাদুর রহমান পিয়াল, আবুল হাসনাত, সেবা ফার্মেসীর স্বত্বাধিকারি জাবেদ আহমদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102