শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

গোয়াইনঘাটের পিয়াইন (ঈসামতি) নদীতে নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪২ Time View

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীর সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানে অধ্য ৯ আগষ্ট শনিবার বিকাল আনুমানিক ৪ ঘঠিকার সময় ভারতীয় (সুপারী) পন্যবাহী একটি নৌকার ধাক্কায় মাসুম বিল্ল্যাহ(৩৫) নামে এক সিপাহী নিখোঁজ রয়েছেন।তিনি সোনারহাট ক্যাম্পের একজন সিপাহী। সরেজমিন গিয়ে জানা যায় শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ী এর মধ্যবর্তী নামক স্থানে নৌকা যোগে দুইজন বিজিবি সদস্য অপর ভারতীয় পন্যবাহী নৌকা থামাতে গিয়ে পন্যবাহী নৌকার ধাক্কায় পানিতে উভয় নৌকা ডুবে গেলে নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায় নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌছাবে।

৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভারতীয় চোরাচালানবাহী নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102