শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

নরসিংদীতে সড়ক পরিবহন কালো আইন সংশোধনসহ ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের আহবান

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৯ Time View

 

সানজিদা রুমা নরসিংদী:

ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সড়ক পরিবহন কালো আইন-২০১৮ সংশোধনসহ সড়ক পরিবহনের সমস্যা নিরসনে ৮ দফা দাবী বাস্তবায়নে ৭২ ঘন্টার ধর্মঘট সফল করার লক্ষ্যে নরসিংদীতে লিপলেট বিতরণসহ ক্যাম্পেইন করেছেন আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় লিপলেট বিতরণ ও ক্যাম্পেইন শুরু করা হয়।

এছাড়া দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার সাহেপ্রতাপ, নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, ভেলানগর, ইটাখোলা ও শিবপুর বাসস্ট্যান্ড এলাকায়ও লিপলেট বিতরণ করা হয়।

নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সড়ক পরিবহন কালো আইন-২০১৮ সংশোধনসহ সড়ক পরিবহনের সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর তা না হলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট পর্যন্ত সকল পরিবহন বন্ধ থাকবে এবং শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করা হবে। সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় বলা হয়েছে, একজন চালকের গাড়ি দুর্ঘটনায় পড়লে তার জামিন মিলবে না, পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বলতে চাই- দুর্ঘটনার কারণে মামলা হতে পারে, কোর্ট সাজা দিতে পারে। কিন্তু জামিন পাওয়া যাবে কিনা, তা নির্ধারণ করবে বিজ্ঞ আদালত। এটি নাগরিক অধিকার। আইনে জামিন নিষিদ্ধ করে রাখা উচিত নয়। এই ধারাগুলো সংশোধন করতে হবে।

এছাড়া ৮ দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন; পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা; বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা; মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা; দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা; মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা; মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা ও ড্রাইভিং লাইসেন্স-নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি নাজমুল হোসেন ভূইয়া, কিবরিয়া ও হুমায়ুন কবির কামাল, সহ-সাধারণ সম্পাদক বাদল মিয়া ও বাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও মাসুদ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102