কলমেঃ রওশন রোজী
আমার জীবনটা হোক একটি সুন্দর কাব্য,
শেষের পাতাগুলো যেন হয় স্বর্ণাভ।
সূর্য্যাস্তের রাস্তা আলোয় জীবন হোক রঙিন,
শান্তিতে যেন কাটে আমার শেষ দিন।
মরণের পরেও যেন বেঁচে থাকি, মানুষের মাঝে,
ভালো কাজের স্মৃতিগুলো যেন থাকে সমাজে।
যেন না হারাই মানুষের ভীড়ে,
যেন মনে রাখে আমাকে শ্রদ্ধার গভীরে।
কিছু সুন্দর স্মৃতি রেখে যেতে চাই,
যা দেখে মানুষ হেসে, ভুলে যায় সব ভুল।
যেন আমার কাজগুলো হয়, শান্তির প্রতীক,
যা জীবন কে করে তোলে আরও আন্তরিক।
আমি যেন এক দৃষ্টান্ত হয়ে থাকি,
আমার নামটা যেন একটা আর্শীবাদ হয়।
পরের প্রজন্ম যেন আমাকে স্বরণ করে,
ভালো কাজের অনুপ্রেরণা হিসাবে।