বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলার জয়পুর বাজারে রবিবার এক শান্তিপূর্ণ ও সফল পথসভা অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামের আয়োজনে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০১ আসনের এমপি প্রার্থী ও বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ শেখ আবুল ইউসুফ।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস, যুব বিভাগের নেতা মোঃ আরিফ বিল্লাহ, ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ ইকরামুল হক, সহ-সভাপতি মোঃ নাঈম মোল্লা এবং ভান্ডারকোট ইউনিয়নের কর্মী মাওলানা মোঃ হেলাল উদ্দিনসহ জামায়াতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় দেশ ও জাতির বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমির সাহেব মাওলানা মোঃ শেখ আবুল ইউসুফ। তিনি বলেন, "দেশে ন্যায়বিচার, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই একমাত্র পথ। জামায়াতে ইসলাম সেই আদর্শ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ বক্তব্যে ইসলাম, নৈতিকতা ও সমাজ উন্নয়নের নানা দিক তুলে ধরেন। বক্তারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সকলকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।সভাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।