
শেখ সাইফুল ইসলাম কবির
সাংবাদিকতা একটি মহান পেশা, যার মাধ্যমে সমাজের অন্ধকার মুছে ফেলা হয় এবং সত্যকে সামনে আনা হয়। তবে সাংবাদিকতা শুধুই তথ্য সংগ্রহ বা সংবাদ পরিবেশন নয়, এটি একটি দায়িত্ব যা অনেক ঝুঁকি ও ত্যাগের সঙ্গে জড়িত। সৎ এবং সাহসী সাংবাদিকরা সমাজের কলঙ্ক ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তাই তাদেরকে বলা হয় ‘কলম সৈনিক’।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যারা কলম ধরেন, তাদের জন্য ঝুঁকি কখনো কম হয় না। কারণ তারা প্রায়শই সরকারের, গোষ্ঠী বা ক্ষমতাসীনদের অসৎ কার্যকলাপ প্রকাশ করে। এতে তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিশেষ করে যখন সংবাদকর্মীরা দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন বা সন্ত্রাসের বিরুদ্ধে রিপোর্ট করেন, তখন তারা হয় নির্যাতনের শিকার, হয় নিপীড়নের সম্মুখীন।
তাছাড়া, অনেক সময় সাংবাদিকরা অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়েন। সৎ থাকার মানে অনেক সময় কারো পক্ষে না হওয়া, যার ফলে তেমন কোনো আর্থিক সাহায্য বা সুরক্ষা থাকে না। এসব সত্ত্বেও তারা সাহসী থাকেন কারণ তাদের কাছে তথ্যের সত্য প্রকাশই প্রথম উদ্দেশ্য।
আমাদের সমাজের উন্নতি ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। তাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কাজের মর্যাদা বৃদ্ধি করা। কারণ সৎ সাংবাদিকতার মাধ্যমে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে।
—লেখক
শেখ সাইফুল ইসলাম কবির
চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা।