কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
চলে গেলো বেলা কোন ক্ষণে
বিদায়ের পালা আমার সবার সনে,
দু'দিনের দেখা তোমাদের সাথে
চড়ে ছিলাম পৃথিবী নামক একই 'রথে'!
থেমে গেলো রথের চাকা
আজ আমার চারিদিকে ফাঁকা,
যেতে হচ্ছে একা-একা সব ছেড়ে
বাড়ী গাড়ী রক্তের বন্ধন সব রইলো পড়ে!
ছুটির ঘন্টা বাজলো, জীবন খেয়া ভিড়লো তটে
কখন পরো পারে যাওয়ার কিস্তি ফিরে আছে মোর ঘাটে!
আমি জানি না কিছুই, ছিলাম খেলায় মেতে
কখনওই হয়নি মনে, এ বসুধা ছেড়ে আমায়, হবে যেতে !