নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ (শিবপুর) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী প্রায় ১ মাস লন্ডন সফর শেষে নরসিংদীতে আগমন ঘটলে হাজার হাজার নেতাকর্মী বিশাল গাড়িবহর নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দেশে ফিরেছেন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল কারীবহন নিয়ে হাজার হাজার বিএনপির নেতা কর্মী ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপিসহ শিবপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।
আগত আলহাজ্ব মনজুর এলাহী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জিয়া পরিবার এদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন,১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান হয়রানিমুলক মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। এ পরিবারের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবোনা। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমি আপনাদের পক্ষে প্রিয় নেতাকে সালাম জানিয়েছি। আপনারা নেতার জন্য দোয়া করবেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। মনোনয়ন যাকেই দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জিএস মাহবুব খান, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, শিবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অমর সংগঠনের নেতৃবৃন্দরা।