বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাজীবাছা নদীতে মাছ ধরার সময় একটি নৌকাডুবির ঘটনায় মিলন শেখ (২৬) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বুজবুনিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল শেখের ছেলে।
ঘটনাটি ঘটে গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে। গোপালখালী এলাকার প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির পাশ দিয়ে প্রবাহিত কাজীবাছা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনজন জেলে। মিলন শেখ তার আরও দুই সহযোগীকে নিয়ে নৌকাযোগে নদীতে মাছ ধরছিলেন। এ সময় একটি ড্রেজার থেকে বালু পরিবহনকারী বাল্কহেড তাদের নৌকার উপর উঠে গেলে তাৎক্ষণিকভাবে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা তিনজনের মধ্যে মিলন শেখ নিখোঁজ হন এবং অপর দুইজন নদী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই মিলনের স্বজনরা স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা নিখোঁজ মিলন শেখকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিলন শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, নদীতে ভারী নৌযান চলাচলের কারণে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের নজরদারি অনেকটাই সীমিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।