এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল চুরির মামলায় জনি আহমেদ (৫০) নামের যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সাকিম (১৯) নামের এক যুবক পালিয়ে গেছে। গত ১৯ আগস্ট হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনায় গ্রেপ্তার জনি আহমেদ উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল এলাকার আতাউর রহমানের ছেলে এবং পলাতক সাকিম হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি (হঠাৎপাড়া) এলাকার হাবিবের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বাঐচন্ডি এলাকার জোবায়ের আলী শিবপুর এলাকায় রাইস মিল থেকে মোটরসাইকেল রেখে বাড়িতে প্রবেশ করেন। দুপুরের খাবার শেষে বিকেলে বাড়ির বাইরে বের হয়ে আর মোটরসাইকেলটি দেখতে পাননি। আশেপাশে খোঁজখবর করতে থাকলে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল মোড়ে মোটরসাইকেলে খোঁজ পান। সেখানে গিয়ে গ্রাম পুলিশের সহায়তায় আসামি জনি আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেলটি বের করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ২০ আগস্ট রাতে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান চলছ।