বিশেষ প্রতিনিধি খুলনা
ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত “জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাইনতলা স্কুলের মুখোমুখি হয় প্রগতি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় প্রগতি মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। অপর ম্যাচে ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদী দাখিল মাদ্রাসা ২-০ গোলে রনজিতেরু হুলা দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদী দাখিল মাদ্রাসা ও প্রগতি মাধ্যমিক বিদ্যালয়। উভয় দলই চমৎকার খেলোয়াড়ী মনোভাব ও পারদর্শিতা প্রদর্শন করে।
উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা থানা পূর্ব শাখার সভাপতি মোঃ গালিব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা শিবিরের সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ শেখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন মোঃ গালিব উদ্দিন।এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ক্রীড়া ও সাংগঠনিক চেতনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।