কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমি হোঁচট খেতে পারি,
আঘাত পেতে পারি,
কিন্তু ভেঙে পড়তে পারি না।
আমি অপেক্ষা করতে জানি,
সহ্য করতে জানি,
কিন্তু মিথ্যার সাথে আপস করতে জানি না।
আমি পরাজিত হলেও আবার লড়াই শুরু করতে পারি,
কিন্তু অন্যায়ের সামনে নতজানু হতে পারি না।
আমার স্বপ্ন ভাঙতে পারে,
কিন্তু আমার ইচ্ছাশক্তিকে ভাঙতে কেউ পারবে না।
আমি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াই,
ভয়ের চোখে চোখ রেখে হাঁটি,
ভাঙা সুরে নতুন গান বাঁধি—
কারণ আশা এখনো আমার ভেতরে জ্বলছে।
আমি নিজের ক্ষত নিজেই সেলাই করি,
সময়কে সঙ্গী করে এগিয়ে যাই,
সত্যকে ঢাল, সাহসকে তলোয়ার করে—
প্রতিটা প্রভাতে নতুন করে শুরু করি।
আমি হার মানি না—
কারণ আমি জানি,
অন্ধকারের পরেই সূর্য ওঠে,
আর আমার পদচিহ্নেই তৈরি হবে পথ।