হৃদয়টা দিলাম পড়িয়া মায়ায়
রাখিলেনা কেন যে যতনে।
অসময়ে দেখি ফুলগুলি
শুকিয়ে গেছে কাননে।
হাহাকার করে বুক তৃষায়
ঠাঠা রোদ্দুর গগনে।
পথিক যায় হেঁটে বাড়ি
ফোঁসকা দেখি চরণে!
হায়রে জীবন মিটিলনা সাধ
কেটেছে জীবন ক্রন্দনে।
হাসি খুশি মন কোথায় পাবো
আছে কি এমন টা জীবনে!
হৃদয় আমার রক্তে রন্জিত
হাসি, তো কারন অকারনে।
কেউ তো নেয় না খোঁজ, বেঁচে আছি
না, মরে গেছি তারে বিহনে!
চলছে জীবন নিরবতায়
অমানবিক সব দোষনে।
জীবন যে কত কয়লা কালা
আর তো যায় না সহনে!