নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ ও মাসিক জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্টে আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও মাসিক জগন্নাথপুর সমাচার পত্রিকার প্রকাশক আহমেদ হোসাইন ছানু’র সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক, কবি, মানবাধিকারকর্মী ও আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মাওলানা সুহেল আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাহার।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি ও শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, ব্যবসায়ী শাহজাহান মিয়া, কবি সাহিত্যিক আবুল কালাম তালুকদার, কবি ও সাংবাদিক আকিক শাহরিয়ার, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল হান্নান, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বিপ্লব দেবনাথ প্রমুখ।
প্রধান অতিথি ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ তার বক্তব্যে বলেন
> “প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই ‘আলো মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৫ গুণীজন সম্মাননা’ এবং মাসিক জগন্নাথপুর সমাচার এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির আয়োজকদের, আমাকে আজকের এ মহৎ আসরে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। এটি আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
> আজকের এই জগন্নাথপুরে আমার প্রথম আগমন। এখানে এসে আমি অভিভূত হয়েছি আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা এবং সৌহার্দ্যে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের ব্যবহার এবং উষ্ণ ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে। সত্যিই জগন্নাথপুর এক সম্ভাবনার ভান্ডার।
> আজ যেসব গুণীজন সম্মাননা পেয়েছেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মাননা শুধুই গর্বের নয়—বরং এটি আপনাদের দায়িত্ব আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসচেতনতার অঙ্গনে আপনাদের বিচরণ হোক আরও বিস্তৃত ও সমৃদ্ধ।
> আমাদের প্রয়োজন শুধু কবিতা লেখা নয়, বরং উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সামাজিক সচেতনতা ও সময়ের চাহিদা অনুযায়ী নানাবিধ বিষয় নিয়ে লেখা। এভাবেই আমাদের সাহিত্যভাণ্ডার হবে সমৃদ্ধ, আর আগামী প্রজন্ম পাবে আলোকিত পথের দিশা।
> আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সৃষ্টিশীল প্রয়াসকে আমরা সবাই প্রচার করবো, ছড়িয়ে দেবো দূর-দূরান্তে। ইনশাআল্লাহ, একদিন এই জগন্নাথপুর সাহিত্য-সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
> পরিশেষে, আবারও আয়োজকদের ধন্যবাদ জানাই এবং এই সুন্দর অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।”
সমাপনী বক্তব্যে সভাপতি আহমেদ হোসাইন ছানু আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ সহ সকল অতিথিগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অতিথিগণ মাসিক জগন্নাথপুর সমাচার পত্রিকার মোড়ক উন্মোচন করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনোনীত গুণীজনদেরকে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণীজনরা হলেন—কবি ও শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, কবি সাহিত্যিক আবুল কালাম তালুকদার, কবি ও সাংবাদিক আকিক শাহরিয়ার, সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাহার ও কবি ও সাংবাদিক প্রভাষক জাহিদ হাসান।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণীজনরা আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।