শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আল ফালাহ মসজিদ এর শুভ উদ্বোধন নরসিংদী সাংবাদিক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত কবিতাঃ কসুর! নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস- ড. আব্দুল কাদের লুটপাটের অভিযোগ নাকি প্রতিপক্ষকে ফাঁসানোর ছক – ধর্মপাশায় আলোড়ন ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য সেমিনার মোরেলগঞ্জে ইট সোলিং সড়ক মরণফাঁদে পরিণত, ভোগান্তিতে লাখো মানুষ মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে চলাচল শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের লাখো মানুষ দুর্ভোগে ফেসবুক ইনকামের ধোঁকা: বাস্তবতা বুঝে ফিরে আসুন নিজের জীবনে

পাকিস্তান আমার দেশ!

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ইসলামাবাদের পত্রিকা The casline এ প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে ৫৪ বছর পর নতুন হিসাব-নিকাশের সময় এসেছে, পূর্ব পাকিস্তান কে ফেরত আসতে হবে! মনে পড়লো বাংলাদেশে ৯৩ হাজার পাকিস্তান সৈন্য আত্মসমর্পণের পর “জুলফিকার আলী ভুট্টা” বলেছিলেন, এ পরাজয় সাময়িক, আমরা পূর্ব পাকিস্তান কে পুনঃ উদ্ধার করবো! The Casline article written by Tabbasuk Moazzam khan just reminds us the statement of their great leader Bhutto!
১৯৭০ এর জাতীয় নির্বাচনের পর ভুট্টা বলেছিলেন, “আমি পশ্চিম পাকিস্তান মেজরিটি পেয়েছি কাজেই আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী, মুজিব পূর্ব পাকিস্তানের মেজরিটি অতএব দুই অংশে দু’জন প্রধানমন্ত্রী হতে পারে। মুজিব সমস্ত পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিলেন সেটা তিনি tried to hide and conceal from the West Pakistan people. পাকিস্তান কে দুই ভাগ ‘৭১ এর যুদ্ধের আগেই তিনি করে দিয়েছিলেন!

প্রিয় পাঠক, বাংলাদেশ কি পূর্ব পাকিস্তান হয়ে গেছে কিনা আপনারা বলতে পারেন? আমার খুব শখ পাকিস্তান বাস করার! অনেকগুলো দেশ ঘুরেছি কিন্তু পাকিস্তান যাওয়া হয় নাই। দুর্ভাগ্য বশত বাংলাদেশের একটা সম্মানীয় চাকুরী ছেড়ে একটা অযাচিত ভিসায় বিদেশ গিয়েছিলাম চাকুরী করতে! সেখানে আমার বস ছিলেন পাকিস্তানের ইঞ্জিনিয়ার ইয়াকুব, করাচি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে উর্দু মিডিয়ামে পাশ করা। ইংরেজি জানতেন না। আমাকে অনেক স্নেহ করতেন এবং যত মিটিং হতো আমাকে সাথে রাখতেন! তিনি আমাকে করাচী যেয়ে বসবাসের প্রস্তাব দিয়েছিলেন। তাদের করাচী শহরে অনেক জমি জায়গা ছিলো। আমাকে পরিবার সহ এই গাদ্দারের দেশ থেকে তার দেশে যাওয়ার অনেক অনুরোধ করেছিলেন। জানি না তিনি বেঁচে আছেন কিনা? তার ভাষায় সেদিন তিনি অনেকবার গাদ্দার শব্দ টা বলতেন। আজ সেই প্রস্তাব পেলে চলে যেতাম ৮০০ টাকা কেজির আটা এবং ১৩০০ রুপি কেজির গরুর গোশত খেতে!
ইয়াকুব স্যারের একটা ছোট ২০ ডলারের ইন্সুইরেন্স বিল আমাকে অথোরাইজেশন লেটার দিয়ে হঠাৎ দেশে ফিরে গিয়েছিলেন কোম্পানির স্ট্যান্ট exit পাসপোর্টে লাগায় দেয়ার জন্য । আমি সেই ২০ ডলারের আজ-ও দেনা আছি! তিনি পাঠানোর ঠিকানা দিয়ে আসেন নাই। আমি তার জায়গা দখল করে ঠিক-ঠাক হয়ে বসতে বসতে আমার ও ঐদেশ থেকে ফেরত আসতে হলো নিজ দেশে! ভাগ্য কেউ জানে না, ভবিষ্যৎ কেউ বলতে পারে না! খুশি হয়েছিলাম ইয়াকুব স্যারের অবস্থানে প্রমোশন পেয়ে , কিন্তু আমার ও যে ফিরে আসতে হবে সে ভবিষ্যৎ আমার জানা ছিলো না! কেউ ভাগ্য ও ভবিষ্যৎ জানেনা, তবু ও আমরা অর্থসম্পদে হিংসা বিদ্বেষী হয়ে উঠি, কাল মৃত্যু হবে কি-না তা না ভেবে!

পাঠক, আজ জানতে পারলাম আমার জন্মভূমি পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশী ভিক্ষুকের চাষ হয়।
দেশের পথেঘাটে সর্বত্র ভিক্ষা বৃত্তি চলে! ইরাক সিরিয়া লিবিয়া বাহরাইন কাতার কুয়েত সব দেশে ভিক্ষা বৃত্তিতে তারা চলে যান এবং এক জরিপে দেখা গেছে পাকিস্তানের মোট জনসংখ্যা ২৩ কোটি তার ৪ কোটি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন! প্রায় ১২ লাখ শিশু ভিক্ষুক আছে! বিভিন্ন দেশ থেকে ৪৪ হাজার পাকিস্তানের ভিক্ষুক বিতাড়িত হয়ে দেশে ফেরত এসেছে, তার মধ্যে ৫ হাজার সৌদি আরব থেকে বিতাড়িত। আমি মধ্য প্রাচ্যের যে দেশটায় ছিলাম সে দেশে অপরাধের দন্ড হাত কাটা, গলা কাটা ইত্যাদি। প্রতি শুক্রবার যে বিচার কার্যকর হতো তার ৮০% অপরাধ জগতের লোক ছিলো পাকিস্তানি বাকী ২০% সারা বিশ্বের!

বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তি যখন তাদের অতি আস্হা বা অপরিনামদর্শীতা বা নির্বুদ্ধিতার জন্য ক্ষমতার বাইরে যায় তখন বাংলাদেশটা পাকিস্তান হয়ে যায় বা পাকিস্তান হওয়ার পথে হাটে!
১৯৭৫ সালে “মুজিব” তার পরিবার সহ নিহত হওয়ার পর যিনি ক্ষমতায় এলেন “খন্দকার মোস্তাক” তিনি সম্ভবত ৮১ দিন ক্ষমতায় ছিলেন এবং ৭৯ টা সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে Ministry form of Govt. পরিবর্তন, দায়মুক্তি আইন, জয়বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বেতার কে রেডিও বাংলাদেশ বানানো ইত্যাদি ! রাজনৈতিক গবেষক “মহিউদ্দিন সাহেব ও মইনুল হোসেন” তার “জেনারেলের নীরব সাক্ষী” বইয়ে অনেক কথা বলেছেন, তার মধ্যে তখন কার খুনী গং ফারুক রশীদ রা প্রচুর চাঁদাবাজি করেছেন সে সময় তা উল্লেখ করেছেন!
মেজর জিয়া এসে সাম্প্রদায়িকতা বেশ উসকে দেন! তখন পাকিস্তানের সাথে Confederation এর গুঞ্জন শোনা যাচ্ছিলো তবে মুক্তি যোদ্ধা সেনা বাহিনী তাকে কাজগুলো করার জন্য যথেষ্ট স্হির থাকতে দেন নাই, একের উপর এক জিয়ার বিরুদ্ধে ক্যু হয়েছে প্রায় ২১/২২ টা এবং তিনি নিহত হন! অন্যথায় ৫ ই আগষ্ট ২০২৪ নতুন সরকার অনেক কিছু তৈরি পেতেন এবং “হাসিনা” নামক কেউ এদেশের ক্ষমতায় আসতে পারতেন না!
পাকিস্তান তার পূর্ব পাকিস্তান ৫৪ বছর পরে ফেরত পাবেন আশা করা লাগতোনা হয়তো, অনেক আগেই সে আশা পূর্ণ হলে-ও হতে পারতো!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশে কে ভালোবাসেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102