বিশেষ প্রতিনিধি খুলনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা ও বটিয়াঘাটা পূর্ব শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মুস্তফা আল মুজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক স. ম. এনামুল হক, খুলনা জেলা উত্তর শিবির সভাপতি আবু ইউসুফ ফকির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. নাজিমুদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব রূপসা শাখা ছাত্রশিবির সভাপতি মো. আল আমিন শেখ। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি তানিমুল ইসলাম শ্রাবন এবং এইচআইডি সম্পাদক হাসান মির্জা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রূপসা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিমুদ্দিন, জেলা বাইতুলমাল সম্পাদক আবু জাফর, মাদ্রাসা সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য সম্পাদক বোরহান কবির, ফাউন্ডেশন সম্পাদক মোরসালিন আকন, বটিয়াঘাটা থানা পূর্ব শাখার সভাপতি গালিব উদ্দিন, থানা সেক্রেটারি মুহাম্মাদ উল্লাহ শেখ, রূপসা পশ্চিম শাখার সভাপতি মুশফিকুর রহমান সুরাজ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।