কলমেঃ আনোয়ারা খানম
ক্ষণিকের ধরাধাম, ক্ষুদ্র এ জীবন
তাই নিয়ে সারাক্ষণ, ছুটছো প্রানপণ,
দু’দিনের বসতি রঙিন, সাজিয়ে আপনা
তাই নিয়ে বিরামহীণ, কত না ভাবনা।
জীবনের কত ধন রত্ন অশেষ
দিন ফুরালে সবই ধূলায় নিঃশেষ,
রইবে পড়ে কেবল জীর্ণবেশ!
অনন্ত সে কাল অশেষ,
তার জন্য হৃদছে রাখনি কোন রেষ
কত ঘর কত বর,কত ধন কত জন
জনপদ পাহাড়, নদী, সাগর সমতট, বন
প্রান-পণে ছুটে, দিয়েছো পাড়ি জানি
খোঁজনি দিয়ে মন,হৃদয় করে আপন,
কোথায় রোয়েছ তোমার —–
অনন্ত কালের আপন সে বাড়িখানি।।