জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত হলো প্রিয়জনকে হারানো। সেই শূন্যতাকে শিল্পে রূপ দিয়ে আলোড়ন তুলেছেন হাসনাহেনা শিল্পীগোষ্ঠীর পরিচালক ও শিল্পী হোসাইন মাহমুদ। তাঁর কণ্ঠে গাওয়া গান ‘বাবা নেই’ প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
শহিদুল ইসলাম খোকনের লেখা এ হৃদয়স্পর্শী গানের সুর করেছেন জেয়াদ সিদ্দিক এবং সংগীতায়োজন করেছেন মুবিন শিকদার। গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন বনি আমিন।
ভিডিওতে বাবাহীন সন্তানের চরিত্রে অভিনয় করেছেন পেয়ার আহমেদ ভূঁইয়া। আবেগঘন অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয় ছুঁয়েছেন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন গুলজার খান।
গানটি প্রকাশিত হয়েছে হাসনাহেনা শিল্পীগোষ্ঠীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে গানটির দর্শকসংখ্যা পঞ্চাশ লক্ষ ছাড়িয়েছে।
অভিনেতা পেয়ার আহমেদ ভূঁইয়া বলেন,
> “চরিত্রটির অভিনয় করতে গিয়ে নিজেকেও আবেগ ধরে রাখা কঠিন ছিল। নিজের অনেক স্মৃতি ফিরে এসেছিল। দর্শক যে এত ভালোবাসা দেবেন, তা ভাবিনি।”
শ্রোতাদের মতে, ‘বাবা নেই’ শুধু একটি সংগীতচিত্র নয়, বরং এটি বাবাকে হারানো প্রতিটি সন্তানের বেদনার প্রতিধ্বনি।