একে মিলন সুনামগঞ্জ থেকে:
২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর প্রান্তিকে সুনামগঞ্জ সদর উপজেলার ২৬ টি ডিলার পয়েন্টে একযুগে খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা উপস্থিতিতে গৌরারং ইউনিয়নের লালপুর এবং রাধানগর পয়েন্টে ভোক্তাদের মাঝে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, গৌরারং ইউনিয়ন পরিষদ শওকত আলী, উপজেলা খাদ্য পরিদর্শক, মোঃ রকিবুল হাসান প্রমুখ। প্রতিকেজি চাল ১৫ টাকা দরে একজন ভোক্তা ৪৫০ টাকায় প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। এ কর্মসূচি আগামী নভেম্বর/২০২৫ পর্যন্ত চলমান থাকবে। সদর উপজেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে এ কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন।