কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
শোষকদের বুকে একে দাও অক্ষর বর্ণে পদচিহ্ন
তুমি লেখক, তুমি কবি, সবার থেকে ভিন্ন !
তুমি করো না কারো পদলেহন, অর্থ বিত্ত চুমি
তুমি দখল করোনা কারো এক ইঞ্চি ভুমি !
তোমার লেখনীর কলম কাগজের খসখস শব্দ
স্বৈরশাসক, টাকা পাচারকারী, অপরিনামদর্শী হবে জব্দ!
তুমি লিখে যাও, ভয়ভীতি গোঁড়ামির অবগুণ্ঠন ভেঙে হেথা
শাসনের নামে শোষনের জিহ্বা চাটে দেশের অর্থ বিত্ত অবাধে যেথা!
জাতির শ্রেষ্ঠ মানুষ যেথা হয় স্বৈরাচারের পদপিষ্ট
জেল-জুলুম হতেই পারে যদি লিখে থাকে অদৃষ্ট!
দিনান্ত যখন বিবর্নের নিরাশা পশ্চিম দিগন্তে গোধূলি আনে
কলমই ভরসা তখন, যখন রাজনৈতিক নেতা পালায়, তা সারা বিশ্ব জানে!
কে তোমার পূর্বপুরুষ? রবীন্দ্রনাথ নজরুল তারাশঙ্কর সুকান্ত
ইসমাইল হোসেন সিরাজী পাবলো নেরুদা যাজক, যারা কলম শ্রম দিয়েছেন অক্লান্ত!
ভীতু গোড়া কুসংস্কারাচ্ছন্নর জন্য সাহিত্য জগত নয়
ছেড়ে দাও কলম হে কুপমু-কতা, কোর না কলমের নিব ক্ষয়!