মা তুমি খুবি ভালো
মা তুমি খুবে ভালো,
শুধু ভালোবাসো।
মন খারাপ নাই তো মা
তুমি শুধু হাসো।
আদর সোহাগ চাই মা,
না তো বলো না।
তুমি আমার জগৎ শ্রেষ্ঠ,
আমার প্রিয় মা।
তোমার কাছে স্নেহ মমতা,
আছে মিষ্টি হাসি।
তোমার মিষ্টি হাসি খানি,
মা বড্ড ভালোবাসি।
মা তুমি খুবে ভালো,
আমায় দোয়া করো।
খোদার কাছে দুহাত তুলে
মোনাজাত মা ধরো।
লাল প্রজাপতি
ফুল বাগিচায় উড়ছে কতো,
লাল প্রজাপতি।
ফুলে ফুলে উড়ছএ তারা
লাগছে দারুণ অতি।
ফুলে ফুলে বেড়ায় ঘুরে,
রঙিন ডানা মেলে।
ফুলে র উপর ঘুমিায় তারা,
ফুলের গরশ পেয়ে।
ফুল বাগিচার ফুলের ছোঁয়ায়,
লাল প্রজাপতি।
মৃদু হাওয়ায় ফুলের ছোঁয়ায়,
দুলছে দারুণ অতি।
ইলিশ খাবি তুই বাঙালি
ইলিশ খাবি তুই বাঙালি,
টাকা কি আছে তোর?
ইলিশের গন্ধ শুঁকে শুঁকে,
রাত কেটে হয় ভোর।
আশা কতো দিলো মোদের,
সস্তা খাবো ইলিশ।
আশায় আশায় দিন কেটে যায়,
আশার প্রদীপ ফিনিশ।
বাংলাদেশের রুপালি ইলিশ,
স্বাদে দারুণ ভালো।
বাঙালি মোরা পাইনা খেতে,
মনটা বড়ো কালো।
বাস্তবতা কি মোড় নিলো,
ইলিশ খাবি তুই বাঙালি?
ইলিশের দাম গেলো বেড়ে,
ইলিশের তরে হই কাঙালি।
লুট লুট হরি লুট
লুট লুট হরি লুট,
লুটের বসেছে মেলা।
ঘরে ঘরে চলছে লুট,
লুটের মহা খেলা।
পথে ঘাটে চলছে লুট,
বাজার ঘাটে লুট।
হাট বাজার দোকান পাট,
সব খানেতে লুট।
বিল পুকুরে বড় লুট,
সব মুনাফা লুট।
জলে ডাঙায় চলছে লুট,
সময় এনেছে জুট।
হাস লুট মুরগী লুট,
পশু পাখি সব লুট।
শাক সবজি ঝিঙে পটল,
আজকে সবে হচ্ছে লুট।
ফল ফলাদি হচ্ছে লুট,
জলের মাছ তাও লুট।
নৌকা লুট,জাহাজ লুট।
সাদা পাথর হলো লুট
বার হাতীও হল লুট।
বিমানের চাকা তাও ণুট,
মাটি বালু সবে লুট।
নগর বন্দর হচ্ছে লুট,
শেয়ার বাজার হয় লুট।
নারী শিশু দিনে দিনে,
হচ্ছে লুট ক্ষণে ক্ষণে।
ভুত
গভির রাতে বাড়ির কাছে,
আসে দু'টো ভুত।
অন্ধকারের মধ্যে তারা,
করে শুধু ঘুত ঘুত।
ভুতের আওয়াজ শুনে খোকা,
ভয়ে জড়সড়।
বলছে সবাই কইরে তোরা,
ভুতকে ধর ধর।
তা-ই শুনে ভুত এবার,
দিলো লক ভো দৌড়।
খোকার চোখে আসলো,
এবার ঘুমের গভির ঘোর।
খোকার হাসি
খোকার হাসি মিষ্টি হাসি,
দারুণ ভালো লাগে।
চাঁদের হাসির চাইতেও ভালো,
আমার খোকার আগে।
খোকার হাসি মিষ্টি হাসি,
মিষ্টি মধুর লাগে।
সারা বেলা খোকার মুখে,
মিষ্টি হাসি জাগে।
আকাশ ছোঁয়া হাসির ঝলক,
খোকার মুখে দেখি।
খোকার মুখের হাসি দিয়ে,
মোরা স্বপ্ন ছবি আঁকি।
খোকা হাসে চাঁদের হাসি,
খুশি ভরা মন।
হাসির আলোয় গরবে জীবন,
করেছে খোকা পণ।
দেশটা আমার, আমার দেশ
দেশটা আমার, আমার দেশ,
ভালোবাসি সবাই।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
মোরা ভাই ভাই।
লাল সবুজের দেশটা আমার
নগদ রক্তে কেনা।
ত্রিশ লাখ শহীদের নিকট,
রয়েছি মোরা দেনা।
দেশটা আমার, আমার প্রিয়,
ভালোবাসি সবাই।
দেশের জন্য দুলাখ মা বোন,
সম্ভ্রম দিয়েছে তাই।
দেশটা আমার, আমার এ দেশ,
আমার প্রিয় মা।
মা'কে নিয়ে থাকবো বেঁচে,
অন্য কোথাও না।
শরৎকাল যেন এলে
শরৎকালে শিউলি ফুল,
হাতছানি দিয়ে ডাকে।
শরতের রাণী নদীর কুলে,
সারি বেঁধে সব থাকে।
শরৎকালে নদীর বুকে,
মৃদু হাওয়া বয়।
শরতের ছোঁয়ায় প্রজাপতিরা
ফুলের সুবাস লয়।
শরৎকালে রাখাল ছেলে,
বাজায় সুরের বাঁশি।
শরৎকালে মেঘের ভেলা,
বেড়ায় ভাসি ভাসি।
শরৎকালে শিউলি ফুল,
হাওয়ায় হাওয়ায় দুলে।
গাঙচিলেরা বেড়ায় উড়ে,
শরতের নদীর কুলে।
শরৎ কালে চারি দিকে,
সবুজের ঢেউ খেলে।
মনটা বড় লাগে উদাস,
শরৎকাল যেন এলে।