ইসলামের আলো
আঁধারে হারিয়ে পথিক যে কাদে
ইসলাম আসে দিশা তার সাথে,
মিথ্যার আঁচল ছিড়ে করে জয়
সত্যের মশাল হাতে আনে আলোময়।
নবির ভালোবাসা নিঃস্বার্থ দান
মানবতার পথে শিক্ষা কুরআন,
আল্লাহর নামে জীবন যে চলে
শান্তি আসে হৃদয়ের তলে।
নামাজে ভরে মন পবিত্রতায়,
যাকাতে ফোটে হৃদয়ের দয়ার মহিমায়।
রোজার তপস্যায়
শুদ্ধ হয় প্রাণ,
হজের মিলনে
ভ্রাতৃত্বের গান।
অন্ধকার মুছে আনে
শান্তির সুর,
ইসলাম ধর্ম অশেষ নূর।
আমার মাদরাসা
মাদ্রাসা আমার মন প্রাণ
ভালো রেজাল্ট করে আমি,
উড়িয়ে দিবো জয়ের নিশান।
নামি দামি মাদ্রাসা যত
তালিকায় আছে বিশ্বে,
ফলাফলের দিক দিয়ে
আমরা সবার শীর্ষে।
ক্লাস ১০ পড়ি আমি
ক্লাস টিচার সোহরাব স্যার,
অসাধারণ পড়ান তিনি
তুলনা যে হয়না তার।
এই মাদ্রাসার ছাত্রছাত্রী
আমরা সবাই ধন্য,
কাজ করবো সুনাম রক্ষার
এই মাদ্রাসার জন্য।
এই মাদ্রাসার ছাত্র আমি
তাই তো প্রাণে সুখ,
জেলার সেরা মাদ্রাসা
আমার গর্ভে ভরে বুক।
কুরআন মধুর বাণী
সকাল সন্ধ্যা পড়লে কুরআন
মন টা আলোয় ভরে,
আল্লাহর রহমত বরকত যেন
উপচে পরে ঘরে।
নদীর ঢেউ পাখির গান
কুরআন আমার সংবিধান ;
কুরআন হলো মহান রবের
শ্রেষ্ঠ মধুর বাণী,
সব সমাধান কুরআনের মাঝে
আমরা সবাই জানি।
আল কুরআনের মধুর সুরে
আঁধার পালায় দূরে,
কুরআন হলো জীবন বিধান
বিশ্ব জাহান জুড়ে।
ছড়া: দিন ও মাস
ত্রিশ দিনে হয় মাস সেপ্টেম্বর
এইরূপে এপ্রিল জুন আর নভেম্বর।
আটাশ দিনে মাস ফ্রেব্রুয়ারি ধরে
একদিন বারে তার চতুর্থ বছরে।
আর সব মাস হয় একত্রিশ দিনে
ইংরেজি মাসের দিন এইরূপে গনে।