ফিরোজ শাহীন আলাল
তবুও প্রশ্ন থেকে যায়
বিবেকের কাঠগড়ায়!
কিছু প্রশ্ন আত্নহত্যা করে,
পিষ্ট হয় চাকার ঘরঘর শব্দে
শেষ ট্রেন ছুটেচলে গন্তব্যহীন
পিছনে স্মৃতির মলাটে বেদনার্ত আক্ষেপ
ট্রেনের চাকার ঘরঘর শব্দে আত্নহুতি
কিংবা সমুদ্র পুলিনে প্রশ্নের পাহাড়!
একচিলতে প্রশ্ন জমাট বেঁধে উঠে!
বুকের অলিন্দে কষ্টের তোলপাড়
নীল আকাশ জোছনায় কুসুম স্নিগ্ধতা
মেঘ বালিকা শ্রাবণ বরিষণে বিষন্নতা
কাশফুল শুভ্রতায় ভাসমান নীল খামে
পরিযায়ী পাখির মতোন
ঝরেপড়া পালকের আত্ননাদ
ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারি না!