শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটপাতে অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৫ Time View

 

শাহ্ ফুজায়েল আহমেদ,
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারে ফুটপাতে অবৈধ ও অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার ২৭ আগস্ট সকাল ১০.৩০ টা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন জগন্নাথপুর ও পৌরসভার উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন,।

এতে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ, বাজার সেক্রেটারি, বাজার ইজারাদার, পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পৌর শহরের জগন্নাথপুর সদর বাজারে প্রায় ৩০-৪০টি ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ও কিছু মালামাল জব্দ করা হয়েছে। ০৫টি দোকানকে নির্দেশনা অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পৌর শহরের হেলিপ্যাড পয়েন্ট হতে পৌর পয়েন্ট হয়ে চিলাউড়া পয়েন্ট, ডাকবাংলো ব্রীজের মুখে, সবজির বাজার গলি, থানাগলি সহ অন্যান্য গলিতে উচ্ছেদ অভিযান করা হয়। কিছু দোকানকে জরুরিভিত্তিতে কাগজপত্র দেখানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে অচিরেই সেগুলো উচ্ছেদের আওতায় আসবে। উচ্ছেদ অভিযান পরবর্তীতে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে জগন্নাথপুর নলজুর নদীর ওপর নির্মানাধীন আর্চ ব্রীজ সংলগ্ন বাশের ব্রীজের মেরামত কাজ পরিদর্শন করা হয়। শীঘ্রই সম্পন্ন হবে। আর্চ ব্রীজের কাজের গতি তদারকি করা হয়।ইতোমধ্যে পৌর পয়েন্ট থেকে সিএনজি স্ট্যাণ্ড সরানো হয়। ডাইভার্শন বেইলি ব্রীজ হতে উপজেলা ভূমি অফিস পর্যন্ত রাস্তা মেরামত করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন, নির্দেশনা অমান্য করায় ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102