শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮শে আগস্ট বৃহস্পতিবার পাইকগাছা সরকারি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্বাগত বক্তৃতা করেন, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার। এসময় অধ্যক্ষ সমরেশ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, গণ অভ্যুত্থানের আহত পরিবারের সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, স্কাউট, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫০৩ জন রোগীদের প্রেসক্রিপশন, ডায়াবেটিস, পেশার মাপা, বিনামূল্যে ঔষধ প্রদান সহ বিভিন্ন চিকিৎসা সহায়তা প্রদান করেন উপজেলা প. প. কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, ডা. শাকিলা আফরোজা, ডা. মেহেদী হাসান, মেডিকেল সহকারী ডা. মৃন্ময় মন্ডল, নার্স সহ মেডিকেল স্টাফরা।