আবুল কালাম তালুকদার
চোখের তারার মতো সুন্দর তুমি
মেঘের সাথে বসবাসে মেটাও মনের তৃষ্ণা
জলের সাথে নিত্য পথ চলে
শাপলার বিলে ফোটাও লাল সাদা পদ্ম
চাঁদের আলোর নীরব হাসিতে ভরে দাও বুক
পানি প্রকৃতির নিত্য খেলায় বর্ধিত তোমার সুনাম।
জলের আয়োজনে জেলে আর মাঝি পাড়ায়
বাড়তি উৎসবে দাও আনন্দ
প্রতি ঋতুতেই তুমি ভেজাও তাদের মন
গাংচিল সময়ে কর সৌন্দর্যে শোভামন্ডিত
মাছরাঙা নৃত্যের হাওরে পালতোলা নৌকায়
নববধূ যায় বাপের বাড়ি
দিগন্তের প্রতিটি আকাশে তোমার সুবিন্যাসে বিসৃত
বৃষ্টি ফুলের মতো তোমার স্নিগ্ধতায় ভরে যায় মন।
(২৩ আগস্ট ২৫ জগন্নাথপুর সুনামগঞ্জ ভ্রমণ উপলক্ষে)