মায়ের আঁচলে মুখটি মুছো
শান্তি পেতে চাও
মিছে কেন শান্তি পেতে
স্বর্গে যেতে যাও।
পৃথিবীতে স্বর্গ বলে
নেই তো কোন কিছু
মিথ্যে কেন ছুটে বেড়াও
মরিচিকার পিছু?
মায়ের মত কেউ হয় না
হয় না কেহ আপন
মায়ের মত কে দেখাবে
বুক ভরা ঐ সপন,
শত দোষ মাফ করে দেয়
তিনিই হলেন মা
স্বর্গ খুঁজতে কোথায় যাবে
আছে তো মায়ের পা?
মায়ের মুখটি দেখলে পরে
জুড়াই মোদের হিয়া
সুখ কেন খুঁজতে হবে
ঐ স্বর্গে গিয়া।
পর কখনো হয় না আপন
মা কেমনে হবে
মায়ের ভালবাসা ঠিক
মায়ের মত ই রবে?
মায়ের দোয়ায় মসৃন হবে
আসবে সুখের দিন
কেমন করে শোধ করব
মায়ের সকল ঋণ।
যত্ন সেবা করব মায়ের
নিত্য নিব খোঁজ
আমার মা কে ভাল রাখুক
আল্লাহ তায়ালা রোজ?
বাবা মার আয়ূ বিধাতা
মাথার চুল পরিমান দেখ
তাদের আগে এই আমাকে
স্বর্গে তুলে নেক।