কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি যতদূরে থাকো হে মোর প্রেয়সী
আমি শত আলোকবর্ষ দূরে অপেক্ষায় আছি বসি!
আকাশ সম শূন্যতা নিয়ে ফেলি দীর্ঘশ্বাস
কেন সেদিন সে প্রদোষ কালে অপ্সরা হয়ে, দিয়েছিলে আশ্বাস?
নিঃশেষ হয়েও জীবনটা, হয়না সম্পূর্ণ শেষ
আজ-ও ঘ্রান পাই ম-ম বুকে লেপটে যাওয়া কেশ!
আমার জীবন উপন্যাসের শেষ পাতা খুঁজে মরি
সেই শিশির সিক্ত মটরশুঁটি আলে, আজও যা-ই গড়া গড়ি!
আমার লিখতে হবে বিরহ উপন্যাস অন্তিম নিঃশ্বাসে
সমর্পণ করে ছিলাম হিম শিশির রাতে সরল বিশ্বাসে
বার-বার এসে কুঞ্জে আমার, শুনিয়েছিলে কুহু স্বর
কেন হলে নিঠুর এত, কি দোষ পেলে অসতর্কে, এই হতভাগার?
ভানু করের উগ্র প্রখর, খর তাপের রৌদ্রে
কত ঘুরেছি দু’জন, অরূনের তাপে মুহ্যমান ভাদ্রে!
মর্মন্তুদ চিৎকারে জগদ্দল পাথর যায় গলে
কেন প্রনয় ঘাতী হন্তারক হলে, গেলে না একটু বলে?