জয়পুরহাট প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল বারী।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হালিম মাষ্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন শহিদুল।
প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা যুবদল সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান (ভিপি সুইট)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি মো. খালেদুল মাসুদ আন্জুমান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আলিম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এড. জি এম বাবলু, জেলা সমবায় আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির মুক্তির সনদ ও জনগণের কল্যাণের রূপরেখা। তারা আন্দোলনের সফলতার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।