মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় সদর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান সরদার নুরুজ্জামান।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রনু। স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এ.এম আরজ আলী শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, মোঃ কামাল ব্যাপারী ও মোল্যা ইমরান আহম্মেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন পলাশ মহলদার, আলী পাকবাজ জুয়েল, অমল মন্ডল, শামিম সরদার, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান বাবু প্রমুখ। বটিয়াঘাটা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রনু এক গুরুত্বপূর্ণ ঘোষণায় বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে নতুন কমিটি গঠনের আশ্বাস দেন তিনি।