প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নূরকে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় শুক্রবার রাতের ঘটনার সূত্র ধরে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ফোনে নূরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন। নূর তাকে গতকালের ঘটনার বিস্তারিত জানালে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আল-রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় গুরুতর আহত হন নূরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।