কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
চলে গেছেন মা আমার নীরবে, চিকিৎসা বিহীন
দিনের সূর্য গেছে ডুবে, সংসার সন্তান তার কাছে সহস্র ঋণ!
অসুস্থ হয়েছে যতবার হোলিফেমিলি ছিলো ঠিকানা তার
জোটে নাই হাসপাতালের আইসিইউ লাইফ সাপোর্ট জীবনের শেষ বার!
টের পেলো না কেউ যাবার বেলা, সাঙ্গ হলো জীবন খেলা
জমি খানি তার হলো বুঝি কাল, শুরু হলো হেলাফেলা!
সোনা-দানা জমি জাতি, হাতরায় নিলো আপন সে জ্ঞাতি!
যে সন্তান পেলো না জমি , রুষ্ট হলো তার উপর অতি!
কেউ নিলো টাকাকড়ি ঘর-বাড়ি সোনা-দানা জমি ছলনায়
মিছে জীবন লেনদেনে সবাই আপন, কেউ দেখে না চেহারা আয়নায় !
যাওয়ার বেলায় বিসর্জনের বাজনা, গেছিলো কি সে শুনে
পঁচানব্বই বছর বেঁচে থেকে কখনওই এত কষ্ট হয় নাই তার, মরেছে পাওনা টাকা গুনে!
চলে গেছে মা আমার বহুকষ্ট নিয়ে, অজানা কোন পথে
সুস্থ মানুষ খেলাম একসাথে, ধূর্ত জনে দেখা হতে দিলো না আর তার সাথে!
সোনা-দানা জমি, সন্তানের কাছে মায়ের থেকে হয় কি দামী
শেষ ইচ্ছে হলো না পূরন, বিচার করবেন নিশ্চয়ই সে অন্তর্যামী!
যে জমিতে ফলে সোনার ফসল, সে জমিতে জন্মে আফিম গাজা
যে মায়ের গর্ভে জন্মায় 'হাবিল' সে মায়ের গর্ভে 'কাবিল' জন্মে দেয় মাকে সাজা!
এমনি কত মা কত দেশে সম্পদের লালসায় সন্তানের হাতে হচ্ছে হত্যা
প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যা অথবা বৃদ্ধাশ্রম জোটছে ভাগ্যে মায়ের, অগত্যা !