একে মিলন সুনামগঞ্জ থেকে:
জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির ব্যানারে পৌর শহরের হাছনগর এলাকা হতে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে
মিলিত হয়।
পরে সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মুনসুর শওকত,সেলিম উদ্দিন
ভুট্টো প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে জাতীয়তাবাদী দল উপহার দিয়েছিলেন। গণতন্ত্র রক্ষার জন্য শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী জননেতা তারেক রহমান এই দলের নেতা কর্মীদের নিয়ে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলনের সফলতা আসবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে।
বক্তারা বলেন, মানুষ নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট দেবার অপেক্ষায় আছে। দলের নেতা কর্মীগণ ঐক্যবদ্ধভাবে জেলার পাঁচটি আসনে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানান বক্তারা।