প্রভাতের আলো
কাঁশবনে বইছে বাতাস বেশ
হৃদয়ে শুভ্র হাওয়ার রেশ
দূর হোক আজ মনের লোভ দ্বেষ
মুছে যাক ধনী গরীবের ভেদাভেদ।
শেষ হোক ক্ষমতার দাপট
জীবন হোক সুন্দর সার্থক
কেন হিংসা বিদ্বেষ অনর্থক
ভালো লাগে প্রভাতের আলো
শেষ হোক মনের কালো।
কটু কথা দূর হোক মিষ্টি ভাষ্যে
জীবন কাটুক অনাবিল রহস্যে
সময় চলুক ভালো কর্মের অভ্যাসে।
জীবন
চলো আজ শপথ করি
হিংসা ভুলে সত্যের পথ ধরি,
সুখ স্বপ্নের বিনিময়ে হাজার গল্প
কড়া নাড়ে অল্প অল্প।
চলে জীবন মিষ্টি মোহন ভালো
কখনো অন্ধকার কখনো আলো
কখনো লক্ষ তারা আশা
কখনো সচেতন বদলে যায় পাশা।
মানবতা হলো জীবনে মুল
নতুন আশার জাগে ফুল।
দেশপ্রেম
দেশকে ভালবেসে করি জীবন বাজি
কেন তবু ভালো পথে চলতে নয় রাজী।,
দেশ নিয়ে স্বপ্নে বিভোর মন প্রাণ।
প্রতিবাদ আর অবুঝ মনের সাধনা
বিপ্লব থেকে হয় নতুন চেতনা
ভালোবাসার পরশ দিয়ে
শীতল করো মন,
নতুন সূর্য নতুন সময়
কর আহবান,
কিভাবে তোমায় বুঝাই
কত ভালোবাসি দেশের জন্য মায়া,
চায় সমান অধিকার ভালোবাসা ছায়া,