শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আল ফালাহ মসজিদ এর শুভ উদ্বোধন নরসিংদী সাংবাদিক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত কবিতাঃ কসুর! নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস- ড. আব্দুল কাদের লুটপাটের অভিযোগ নাকি প্রতিপক্ষকে ফাঁসানোর ছক – ধর্মপাশায় আলোড়ন ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য সেমিনার মোরেলগঞ্জে ইট সোলিং সড়ক মরণফাঁদে পরিণত, ভোগান্তিতে লাখো মানুষ মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের পুলে চলাচল শিক্ষার্থীসহ তিন ইউনিয়নের লাখো মানুষ দুর্ভোগে ফেসবুক ইনকামের ধোঁকা: বাস্তবতা বুঝে ফিরে আসুন নিজের জীবনে

সন্তান কার?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

সন্তান কার, মায়ের না বাবার? সন্তান কর্তব্য করার সময় উভয়ের কিন্ত মা-বাবা ঝগড়া করে পরীক্ষা করুন, সন্তান মায়ের। নবী করীম সঃ বলেছেন, “মা ১ম, ২য়, ৩য়, ৪র্থ স্হান বাবার! কেন তার ও বৈজ্ঞানিক বাইওলজিক্যাল ব্যাখ্যা দিতে পারবো কিন্তু আপনারা পড়ার ধৈর্য হারাবেন। যেটা সহজে বুঝবেন সেটা বলি!
সন্তানকে সকালে স্কুল কলেজে যেতে প্রস্তুতি পর্ব কে সারেন, মা! স্কুল কলেজ ভার্সিটি কে নিয়ে যান, মা! টাকা পয়সা পকেট খরচ, স্কুল বেতন, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলোচনায় কে, মা! ব্যতিক্রম আছে তা টানলাম না। সব আয় বাবার হতে পারে, উভয়ের হতে পারে তবুও সন্তানের দুর্বলতা মায়ের প্রতি বেশী!

আমার ছেলে আমাকে অনেক ভালবাসে কিন্ত আমি আপনাদের এই খোলা ময়দানে স্বীকার করছি, ” আমার সন্তান, মায়ের সন্তান” আমি মোটেই হিংসা অনুভব করি না। সে দেখে তার মা ই সব, টাকা দেয়া, বিশ্ববিদ্যালয়ে আনা-নেয়া, খাবার মুখে তুলে খাওয়ানো এবং সে জন্য ই শেষ বয়সে বাবা যতটুকু অবহেলা পান মা তার থেকে অনেক কম পান, আবার কোন কোন মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না তা নয়! আমার ছেলের বাবা মা উভয়কে নিয়ে বুক ফুলায়ে বলার আছে, আমি সরকারি এক্সিকিউটিভ ইঞ্জিঃ ছিলাম, তার মা প্রফেসরি করেছেন, গার্লস হাইস্কুলের সহকারী হেডমাস্টার ছিলেন আবার ছেলের জন্য চাকুরী ছেড়েছেন, আমার এলাকার অনেক ছেলেমেয়ে আছে তারা অনেক উপরে উঠেছে আদৌ বাবা মা তেমন বলার মত কিছু করেন নাই, তবুও তারা মা বাবাকে ভালবাসে! আমাদের এসব মেনে নিতে হবে এবং এ ভাবেই সন্তানদের ভালোবাসতে হবে।

ভারতে অনেক বাবা আছেন ৩০০ মাইল ট্রেন চড়ে অফিস করেন, সকালে সন্তানের মুখ না দেখে ট্রেনে চড়েন রাত ১১ টা ১২ টায় এসে ডাইনিং এ একা ঠান্ডা ভাত খেয়ে ঘুমান! যে বেতন পান পরিবার শহরে নিতে পারেন না। সন্তান শুধু মাকে ই চিনে, বাবার দূরত্ব আমাদের দেশের থেকে ও বেশী বেড়ে যায়।

প্রিয় পাঠক, আমার ৬ ষষ্ঠ শ্রেণির বেতন দেড় টাকা, সপ্তম শ্রেণির ৩ টাকা। আমি প্রথম স্হান পাওয়ায় ফ্রী পেতাম বা হাফ। আমার ছেলের ঐ সময় স্কলাসটিকা স্কুলে ১০ হাজার টাকা বেতন ছিলো যেখানে উচ্চ বিত্তশালীদের ছেলেমেয়ে পড়ে। আমি দুষ্ট মি করে কথাটা তুললে তার মা শিখিয়ে দিতেন, “বলো, তুমি তো চাষার ছেলে আমি ইঞ্জিনিয়ারের ছেলে “! কথা তো সত্য, বাবার গোটা দুই হাল সহ কিছু কামলা ছিলো। তবে আমার স্টান্ডার্ড আমার বাবা ছোট রাখেন নাই। হলে থেকে পড়াশোনা এবং স্যুটকোট টাই ছাত্র জীবন থেকে
স্মার্ট লাইভ ছিলো।

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ সন্তানদের ভালোবাসেন। আমরা যা কিছু আয় নাম সুনাম খ্যাতি বা বদনাম অর্জন করি সব সন্তান কেই ভোগের জন্য —

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102